একলা চলো নীতি

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  বসপার  নেত্রী  মায়াবতীর পথেই  এই বার  উত্তর প্রদেশের  ১১ টি বিধানসভার উপনির্বাচনে একাই  লড়তে চলেছেন অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদল । উত্তর  প্রদেশের  আরএলডির  সভাপতি  মাসুদ  আহমেদ  অবশ্য  দাবি করেছেন ,এর ফলে  বিরোধী  মহাজোটের  কোনো সমস্যা  হবে না । কটি  আসনে  লড়বে  আর  এলডি  তা  কয়েকদিনের  মধ্যেই  ঠিক করবেন  বলে জানান  আরএলডি  সভাপতি মাসুদ আহমেদ ।