নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিএসপির সর্বভারতীয় সভাপতি রামজি গৌতম এক সাংবাদিক সম্মেলন করে জানান যে আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ২৯ টি লোকসভা আসনে একাই লড়বেন মায়াবতী । তার অর্থ বিজেপি বিরোধী মহাজোটে থাকছেন না বিএসপি সুপ্রিমো । আবার বিজেপি কেও তার দল সমর্থন করছেন না ফলে একলা চলো নীতি নিয়েছেন “বেহেনজি “।রাজনৈতিক পর্যবেক্ষক রা মনে করছেন মধ্যপ্রদেশ বিধানসভাতে নির্বাচনের পরে গাঁট বন্ধনে যোগ দিতে পারে বিএসপি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...