এক দেশ এক ভোট নিয়ে জেপিসি তে একমত হলো না সব দল

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল একদেশ এক ভোট নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী খরচ কমানোর বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চাইছেন এই ব্যবস্থা লাগু হলো কত খরচ বাড়বে । তিনি প্রশ্ন করেছেন কেন্দ্রের খরচ কমানোর দাবি নিয়েও ,তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন নির্বাচনী খরচ বেশি গুরুত্বপূর্ণ নাকি মানুষের গণতান্ত্রিক অধিকার ,উত্তর বিজেপি বলেন ৫৭ সালে এক সঙ্গে ভোট করাতে ৭টি রাজ্য সরকার ভাঙা হয়েছিল ,তাহলে নেহেরু কি সংবিধান বিরোধী কাজ করেছিল ??