এনপিআর করা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ স্বরাষ্ট্র মন্ত্রক

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এনআরসি  প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এনপিআর । আর এই নিয়ে ফের সংঘাতের  পথে কেন্দ্র এবং রাজ্য । পশ্চিমবঙ্গে  মুখ্যমন্ত্রীর  নির্দেশে  এই রাজ্যে  এনপিয়ারের  কাজ বন্ধ করা হয়েছে । বাংলার দেখাদেখি কেরল ও বন্ধ করেছে এনপিআর  প্রস্তুতের কাজ ,কিন্তু কেন্দ্রের  স্বরাষ্ট্র  মন্ত্রকের  তরফে সাফ জানিয়ে দেয়া হয়েছে ,এনপিআর  নিয়ে রাজ্যের  আপত্তি গ্রাহ্য  হবেনা ,কেন্দ্র  চাইলে রাজ্যের অনিচ্ছা  সত্ত্বেও  এনপিয়ার  হবে প্রয়োজনে আলাদা  লোক নিয়ে করা হবে জনসংখ্যা  নিবন্ধন ।