এনসিপির ভূমিকা নিয়ে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

আগামী সপ্তাহে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকের আগে শারদ পাওয়ারের এক মন্তব্য ১বিভ্রান্তিতে ফেলে দিলো কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলগুলিকে ।শরদের ভাইপো অজিত পাওয়ার একনাথ শিন্ডের মন্ত্রিসভা তে উপমুখ্যমন্ত্রী হয়েছেন এবং বিজেপির সাথে ওই সরকারে আছেন ।কিন্তু শারদ পাওয়ার বললেন এনসিপি তে কোন ফাঁটল ধরেনি অজিত পাওয়ার এনসিপি তেই আছেন ।