এপ্রিল -জুন ২০২৩ ত্রৈমাসিকে বিদেশী লগ্নির পরিমান কমলো

সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ২০২৩ শালের এপ্রিল -জুনের দেশে প্রত্যক্ষ বিদেশী লগ্নির (এফডিআই ) ৩৪% কমে হলো ১.০৯৪ কোটি ডলার । সরকারি তথ্য অনুযায়ী আগের বছরে একই সময়ে তা ছিল ১৬৫৯ কোটি ডলার ।লগ্নি কমেছে আমেরিকা ,সংযুক্ত আরব আমির শাহী ,মরিশাস ও সিঙ্গাপুর থেকে ।