এভারেস্ট জয়ে রেকর্ড করলো নেপালের শেরপা কামির

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   ২৪ বার  মাউন্ট এভারেস্টে  উঠে  বিশ্বজয় করলো নেপালের শেরপা  কামির রিটা । গত  ১৫ ই  মে  ২৩ বার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে উঠে  বিশ্বে রেকর্ড গড়েছিলেন তিনি ,আর  তার  ১ সপ্তাহের  মধ্যে ফের এভারেস্টে  উঠে  নিজের  রেকর্ড  ভাঙলেন ৫০ বছরের এই প্রৌঢ় ,মঙ্গলবার  সকাল ৬ টা  ৩৮ মিনিট নাগাদ নেপালের  দিক দিয়ে এভারেস্টে  ওঠেন তিনি   ১৯৯৪ সালে  ২৪ বয়েসে  প্রথম এভারেস্ট জয় করেন নেপালের এই শেরপা  এই ছাড়াও  বিভিন্ন পর্বত তিনি জয় করেছেন ।