পাকিস্তান থেকে ভারতে চলে আসা শিমা হায়দার কে নিয়ে এক প্রযোজক ফ্রম করাচি টু নয়ডা একটি ছবি করবেন বলে ঘোষণা করেন । শিমা শুটিং ও শুরু করে দিয়েছেন তার অডিশনের ভিডিও ভাইরাল হয় ।প্রযোজক অমিত জানির বক্তব্য পাবাজি খেলতে গিয়ে শিমা তার ভারতীয় প্রেমিক সচিনের প্রেমে পড়েন এবং ভারতে চলে এলেন ,এর পরেই রাজ্ ঠাকরের দল এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং অবিলম্বে এই ছবির নির্মাণ বন্ধ না হলে তারা বড় সর আন্দোলনে নামবে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...