এসএসসির উপদেষ্টা সহ চার সদস্য সিবিআই জেরার মুখে

গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ নিজাম
প্যালেস য়ে সিবিআইয়ের জেরার মুখোমুখি হন ।এইছাড়া ও চার উপদেষ্টা কে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হবে । হাই কোর্টের তিনটিবেঞ্চ এসএসসির দুর্নীতি মামলা নিয়ে শুনানি শুনতে রাজি না হওয়া তে শেষ পর্যন্ত সুব্রত তালুকদারের সেটি শুনানি জন্য গ্রহণ করে এবং চলতি সপ্তাহে সেই মামলার শুনানি হতে পারে ।