খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল রাজ্য সভায় প্রশ্নোত্তর পর্বে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী প্রশ্নোত্তর পর্বে রাজ্য সভায় জানান বিপুল ঋণের দায়ে ধুঁকছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তাই এর বিলগ্নী করণ হবেই। না হলে এটিকে পুরোপুরি বন্ধ করে দেবে , কেন্দ্রীয় সরকার ।মন্ত্রী জানান চরম অর্থ সংকটের মধ্যে বিমান চালক সহ সমস্ত কর্মীদের ৭৫ শতাংশ বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। বাকী ২৫ শতাংশ বিলগ্নিকরণ হলে মেটানো হবে।