এয়ার ফোর্স পাইলটের নতুন ভূমিকা তে দেখা যাবে বলিউড সুপারস্টার কার্তিক আরিয়ান কে

বলিউডের সুপারস্টার কার্তিক আরিয়ান কে হংসল মেহেতার পরবর্তী ছবিতে দেখা যাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসারের ভূমিকাতে । ছবিতে একটি রেসকিউ অপারেশনে নিযুক্ত পাইলটের চরিত্রে দেখা যাবে তাকে । অতিমারীর কারণেছবির কাজটি পিছিয়ে গিয়েছে ,জানা যাচ্ছে কার্তিক আরিয়ানের ওয়েবমুভি ধামাকও মূর্তির অপেক্ষা তে ।