খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কংগ্রেসের নেতারা বলতে শুরু করে এই চিত্রনাট্য পুরোপুরি শারদ পাওয়ারের রচিত । তারা বলেন পাওয়ার সাহেব বলেন এক ,ভাবেন এক এবং করেন আরেক । সেই জন্য শনিবার মুম্বাই তে শারদ পাওয়ার ও শিবসেনার প্রধান উদ্ভব ঠাকরের ত্রিসীমাতে ঘেঁষলেন না কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল । দুই দল যদিও দাবি করলো সকলেই এক সাথে আছেন তার উত্তরে কংগ্রেস নেতা বলেন শারদ পাওয়ার যে বিজেপির সাথে আঁতাত করে এই চালটি চালেননি সেই যুক্তিও ফেলে দেয়া যাচ্ছে না ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...