কংগ্রেস সংসদীয় দলের নেত্রী হলেন সোনিয়া গান্ধী

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : আবারো কংগ্রেস  সংসদীয় দলের নেত্রী  নির্বাচিত হলেন সোনিয়া  গান্ধী । শনিবার  সংসদে  নবনির্বাচিত  কংগ্রেস সাংসদ দের নিয়ে বৈঠক  করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ  রাও ,সর্বসম্মতি  ক্রমে  সোনিয়া  গান্ধীকেই  আবারো কংগ্রেস সংসদীয় দলের নেত্রী  নির্বাচিত করেছেন সাংসদ  রা ,তবে  লোকসভা  তে  কংগ্রেসের নেতা  কে হবেন সেই নিয়ে এখনো  জল্পনা চলছে ।