ইন্ডিয়া জোটের মধ্যে প্রদেশ বিধান সভার প্রথম শোভা টি রাজধানী ভূপালে হবে বলে ঘোষণা করা হয়েছিল ।
কিন্তু মধ্যেপ্রদেশের সভাপতি কমলনাথ তা খারিজ করে দেয় ,পাশাপাশি তিনি সমাজ বাদী পার্টির সঙ্গে আসন সমঝোতার প্রস্তাব ও খারিজ করে দেন,সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই নিয়ে কংগ্রেসের মধ্যেপ্রদেশের দায়িত্ব প্রাপ্ত নেতা রণদীপ সিংহ সুরাজওয়ালের সাথে কথা বলতে গেলে ,কমলনাথ তা ভেস্তে দেন ।কংগ্রেস স্পষ্ট করে বলেন ২৩০ টি আসনে কংগ্রেস একলাই লড়বে ।