গত পরশু কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন করোনা তে আক্রান্ত হন ,আর তার ঠিক পরে পরেই করোনা তে আক্রান্ত হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডি ।আবার ভারতের উত্তরে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীওমর আব্দুল্লাহ ও করোনা তে আক্রান্ত হয়েছেন বলে জানা যায় ।তিনি টুইট করে জানিয়েছেন ,তার কোনো উপসর্গ নেই কিন্তু তিনি গৃহ নিভৃতবাসে রয়েছেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...