গতকাল কেন্দ্র ও রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ,কিন্তু
কেন্দ্র ভেন্টিলেটরে জিএসটি ১২% কমাতে নারাজ । প্রধানমন্ত্রিক সকল কে মাস্ক পড়তে বলছেন অথচ তার সরকার এন৯৫ অথবা ত্রিস্তরীয়মাস্কের উপর থেকে ৫% জিএসটি কমাতে নারাজ,ওষুধ ,হাত ধোয়ার স্যানিটাইজার উপরে আছে ১৮% জিএসটি । এ বিজেপি শাসিত রাজ্যেরঅর্থমন্ত্রীরা এর তীব্র বিরোধিতা করেন ,এবং বলেন করোনা সংক্রান্ত সব জিনিসের উপর জিএসটি কমাতে হবে ।