করোনা ও নতুন সংক্রমণ কালো ছত্রাক নিয়ে দেশবাসী কে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী

করোনার  এক প্রতিরূপ ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে দেশ কে হুশিয়ার থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ।করোনা সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে ওঠা  প্রচুর মানুষের শরীরে  “মিউ কর মাইকোসিস ” অথবা “ব্ল্যাক ফাঙ্গাসের ” প্রাদুর্ভাব হয়েছে ।করোনা এবং এই  ছত্রাক থেকে বাঁচতে  তাই তিনি বলেন গণ টিকাকরণ ” অবশ্যই দরকার  এবং গ্রামাঞ্চলে  বিশেষ করে জোর দিতে হবে টিকাকরণ মাস্ক  ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিঙয়ের উপরে ।