করোনা চিকিৎসা নিয়ে অর্থমন্ত্রী নির্দেশ দিলো আইআর ডি এ কে

ভারতবর্ষের অনেক হাসপাতালেই ক্যাশলেস বীমা থাকলেও রোগীর পরিবারের কাছ থেকে নগদ টাকা চাইছে
বলে অভিযোগ উঠেছে করোনা চিকিৎসার ক্ষেত্রে ।এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে বীমা নিয়ন্ত্রণ কারী সংস্থা আইআরডিএ কে অর্থমন্ত্রীনির্মলা সীতারমনের কাছে ।নিয়ন্ত্রক সংস্থা বীমা সংস্থার গুলির প্রতি নির্দেশ জারি করে বলেছে করোনা চিকিৎসার ক্ষেত্রে ক্যাশলেস ও নগদেটাকা দেওয়া রুগীদের ক্ষেত্রে যেন কোনো পার্থক্য না করা হয় ।