খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলিউড অভিনেতা সানি দেওল করোনা তে আক্রান্ত হয়েছেন ।গতকাল টুইটারে অভিনেতা বলেন “আমি সুস্থ্য আছি ,আইসো লেসনে আছি গত কয়েকদিনে আমার সংস্পর্শ আশা ব্যক্তিরা একবার টেস্ট করিয়ে নেবেন “।কাঁধে সার্জারি হওয়ার কারণে অভিনেতা সম্প্রতি হিমাচলে বিশ্রাম নিতে গিয়েছিলেন মানালি তে তার নিজের ফার্ম হাউসে । তার মুম্বাই ফিরে আসার কথা থাকলেও করোনা রিপোর্ট নেগেটিভ না হওয়া অব্দি তিনি হিমাচলে থাকবেন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...