করোনা প্রতিষেধক তৈরী গবেষণা এগোচ্ছে ঠিক পথে জানালো কেন্দ্র

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  –   গতকাল সাংবাদিক  বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যোগ্য সচিব  লাভ  আগারওয়াল  জানান  করোনা ভাইরাসের  প্রতিষেধক তৈরির সব রকমের চেষ্টা চালাচ্ছে  ভারত আশা করা যায় খুব শিগ্রই  সেটা  বার করতে পারবে দেশ ।করোনা  প্রতিষেধক বার  করার  লক্ষে  আমেরিকা রাশিয়া  থেকে চীন সবাই গবেষনা  করে  দিয়েছে ইতিমধ্যেই  আমেরিকায়  পরীক্ষামূলক ভাবে একটি প্রতিষেধক  প্রয়োগ করা  হয়েছে  কিন্তু ফলাফল জানা  যায়নি ।