অগ্রাধিকারের ভিত্তিতে কত সংখ্যক মানুষ কে প্রতিষেধক দেওয়া হবে তা জানা ছিল ,প্রতিষেধকের কতগুলি
ডোজ দৈনিক উৎপাদন করা যায় তার ও হিসাব ছিল ,কিন্তু গত ১৫ অগাস্ট প্রতিষেধক বাজারে আসছে এই আগামী ঘোষণা করে বিপদের মুখেপরে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।ঠিক তেমনি চাহিদা ও যোগানের বিষয়টি কে মাথায় না রেখেই ১ লা মে থেকে ১৮ ঊর্ধে সবাই কে প্রতিষেধক দেওয়া এই ঘোষণা অস্বস্তি তে ফেলেছে কেন্দ্রীয় সরকার কে ।