করোনা ভাইরাস নিয়ে ভারতে পাওয়া শেষ তথ্য

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :বিশ্বব্যাপী  করোনা  ভাইরাসের আতঙ্কে  ভারত  ও রয়েছে ।চীনের উহান  প্রদেশে  এর সূচনা হলেও  এখন এর ভোর কেন্দ্র  চলে গিয়েছে ইতালি  স্পেন প্রভৃতি দেশে । ভারতে এখন অব্দি করোনা  ভাইরাস  হয়েছে পরীক্ষার  পরে সনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা  ১১০। তার ১% রয়েছে আইসি ইউ  তে । হসপিটালে  ভর্তি রয়েছে ৯৫ জন  যা টোটাল  আক্রান্ত  ব্যক্তির ৮৬%। ইনটেনসিভ কেয়ারে রয়েছে ১ জন যা  টোটাল  কেসের  ১%।মারা  গিয়েছে ২ জন যা  টোটাল  কেসের  ২% এবং রিকোভার করেছে ১২ জন যা টোটাল  কেসের  ১১%। ভারতে  করণাতে  আক্রান্ত সনাক্ত করুন ব্যক্তিদের রাজ্যওয়ারী  তালিকা । অন্ধ্র প্রদেশে  -১,দিল্লি -৭ জন, কর্নাটকে -৬,কেরালা-২২,মহারাষ্ট্রে-৩২,পাঞ্জাব -১,রাজস্থান-২,তামিলনাড়ু-১,তেলেঙ্গানা-৩,জাম্মুকাশ্মীর -২,লাদাখ -৩,উত্তরপ্রদেশ-১২,উত্তরাখন্ড-১। এই নিয়ে  সব  মিলিয়ে ভারত বর্ষে   করোনা  আক্রান্ত  ভারতীয়র সংখ্যা -৯৩ এবং বিদেশিদের সংখ্যা -১৭। সর্বমোট-১১০। এই তথ্যটিও  ভারতীয় সময় সকাল ১০ টা অব্দি প্রাপ্ত্য  ১৬ মার্চ ২০২০ তারিকের ।