খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কর্তারপুর করিডোর নিয়ে ফের বিতর্কে জোরালো পাকিস্তান । শনিবার পাক রেল মন্ত্রী শেখ রশিদ বলেন কর্তারপুর করিডোর পাক সেনাপ্রধানের মস্তিস্ক প্রসূত এটা ভারতের ক্ষতি করবে এর পরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বলেন ,ভারত এই করিডোর কে দুই দেশের মধ্যে পবিত্র সেতুবন্ধন হিসাবে দেখলেও পাকিস্তান তাকে ক্ষতিক্ষর উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...