কর সংগ্রহে বৃদ্ধি

বুধবার কেন্দ্রের তরফে জানানো হলো যে সারা দেশে পরোক্ষ কর সংগ্রহের পরিমান দাঁড়িয়েছে ১.৭৭ লক্ষ্য কোটি টাকা ।যা ২০২৩ শালের একই মাসের চেয়ে ৭.৩% বেশি ,তবে গত নভেম্বরে ১.৮২ লক্ষ্য কোটি টাকা সংগ্রহ হয়েছিল ।আলোচ্য মাসে,পশ্চিমবঙ্গে কর সংগ্রহ ৩% বেড়ে দাঁড়িয়েছে ৫১৯০ কোটি টাকা ।