খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: পর্যাপ্ত যাত্রী না পেয়ে মাত্র ছ মাস চালানোর পর কলকাতা বিমান বন্দর থেকে যাত্রী পরিষেবা বন্ধ করল বুদ্ধ এয়ার গুয়েজ| কলকাতা থেকে কাঠমান্ডু যাত্রীর সংখ্যক কমে যাওয়াই এর কারন । পাশা পাশি তারা জানান নেপাল সরকারের তরফে ও কলকাতা থেকে ভ্রমন কারীদের উৎসাহিত করার ও তেমন প্রয়াস চোখে পারেনি। উল্লেখ্য নেপালের বেসরকারী পরিবহন বুদ্ধ এয়ার প্রতি মঙ্গল ও শুক্রবার কলকাতা বিমান বন্দর থেকে কাঠমান্ডু পর্যন্ত্য ছোট বমিডিয়ার বিমান চালাতো।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...