কলকাতা পুলিশের জবাব দিহি চাইলো হাইকোর্ট

গতকাল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ,কোনো কর্মসূচি সংক্রান্ত অনুমতি দিতে কেন এত দেরি করছে সেই বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চাইলো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।বিচারপতি বলেন আগামী ৩০ সে জানুয়ারির মধ্যে নিজেদের |বক্তব্য হলফনামা আকারে রাজ্য সরকার কে জমা দিতে হবে । আগামী ১০ ফেব্রুযারির মধ্যে তার জবাব দেবে মামলা কারী পক্স ,এই মামলা টি করেছে চিকিৎসকদের একটি সংগঠন ।