কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ,নেতাজি সুভাষ ডকের ৭-৮ নম্বর বার্থের দায়িত্ব পেলো স্বজ্জন জিন্দাল ঘোষ্ঠীর কোম্পানি জেএস ডাবলু । জানা যাচ্ছে ৮ নম্বর ব্যর্থ নতুন করে তৈরি করবে তারা । দুই বছরে তৈরি করতে তারা খরচ করবে ৭৪০ কোটি টাকা ।বন্দর কর্তৃপক্ষ দাবি করছে এতে বন্দরের পণ্য পরিবহনের অংক অনেকটাই বাড়বে ।