কলকাতা শহর জুড়ে রামনবমী মিছিল ঘিরে থাকবে পুলিশি সতর্কতা ও বিশেষ নজর

আজ রামনবমী উপলক্ষে শহরে ৩০ টির মত শোভাযাত্রা ও মিছিল বেরোবে ।পাশাপাশি চলছে রমজান মাস ও ।শহরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই প্রতিটি থানা ও ট্রাফিক গার্ড কে সতর্ক করেছে লাল বাজার ।গতকাল এই নিয়ে এসি /ওসিও উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন কমিশনার বিনীত গোয়েল ,স্পর্শকাতর এলাকা তে পুলিশি টহলের কথা জানানো হয়েছে ।