কলকাতা হাইকোর্ট পেলো ৯ জন নতুন বিচারপতি

গতকাল দেশের আইন মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানালো কলকাতা হাইকোর্টের অতিরিক্ত ৯ জন বিচারপতি নিয়োগ করা হলো ।বিবৃতি তে বলা হয়েছে,দেশের প্রধানবিচারপতির সাথে আলোচনা করে এই ৯ বিচারপতির নিয়োগে সম্মতি দেওয়া হয় । বিচারপতিরা হলেন বিশ্বজিৎ চৌধুরী ,প্রসেনজিৎ বিশ্বাস ,উদয় কুমার ,পার্থসারথি সেন ,অজয় কুমার গুপ্ত ,সুপ্রতিম ভট্টাচার্জি ,পার্থসারথি চ্যাটার্জি ও অন্যান্য রা ।