উত্তর দমদমের পুরসভার বাসিন্দারা গতকাল ,দমদমের ১৬ নম্বর ওয়ার্ডের কাঁদি হাটিতে ভেঙে যাওয়া রাস্তা অবিলম্বে সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে । নারায়ণপুর থানার পুলিশ গেলে তার সামনে অবরোধ ও বিক্ষোভ চলতে থাকে । তাদের দাবি পুরপ্রতিনিধি কে এসে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিতে হবে । পুরপ্রতিনিধি অশোক বিশ্বাস বলেন কাঁদি হাঁটি রোড দীর্ঘ মেয়াদি পরিকল্পনা তে সারাই করা হবে ।