কানাডা তে এইবার বাড়ি কেনা কষ্ট সাধ্য ব্যাপার হলো

বিদেশী লগ্নিকারীরা আগামী দুই বছর কানাডা তে বাড়ি কিনতে পারবে না বলে জারি করলো কানাডা সরকার । সেই দেশে গত এক বছরে বাড়ির দাম ২০% বেড়েছে ।পাল্লা দিয়ে বেড়েছে বাড়ি ভাড়া ও ,তাই বাড়ি বিক্রি আটকাতে কড়া কর সহ বিভিন্ন ব্যবস্থার কথা ঘোষণা করলো সেদেশের অর্থ মন্ত্রক ।