কারা কারা দিল্লিতে তে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন

আজ ভাবি মন্ত্রীদের সাথে চা চক্রে যোগ দেন ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।বাংলা থেকে যোগ দিয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর ।নীতীশের জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ এবং রামনাথ ঠাকুর , জেডিএস থেকে কুমারস্বামী এবং এবং ফোন গিয়েছে অর্জুন রাম মেঘবালের কাছে এছাড়াও ফোন পেয়েছেন এলজিপির চিরাগ পাসোয়ান এবং হামের জিতন র্যাম মাঝি ।