কারিনা কাপুর ডেটিং করতে চেয়েছিলেন এক প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম য়ের  প্রকাশিত  প্রতিবেদন থেকে জানা  যাচ্ছে যে গান্ধী পরিবার ঘনিষ্ঠ  রশিদ  কিদওয়াইয়ের লেখা  বই নেতা অভিনেতা : বলিউড  ষ্টার পাওয়ার ইন ইন্ডিয়া  তে দাবি করা হয়েছে  যে ২০০২ সালে কারিনা  জানিয়েছিলেন তিনি  রাহুল গান্ধী কে ডেট  করতে ইচ্ছুক   শুধু  তিনি  নয় উল্টোদিকে  রাহুল গান্ধী ও উৎসাহী ছিলেন রাজকাপু রের  নাতনি কে নিয়ে  সেই জন্য সবে সিনেমা তা পা রাখা কারিনার সব ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো  দেখতেন তিনি ।