কারেন্ট নিয়ে ভয় দেখানোর অভিযোগ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:   ইভিএম  নিয়ে   ভোটদাতাদের  বিভ্রান্ত  করার  অভিযোগ  উঠল  ছত্তিসগড়ের  কংগ্রেস  সরকারের  মন্ত্রী কাওসি লাকমার    বিরুদ্ধে।  অভিযোগ  বুধবার  এক  জমায়েতে  তাকে  ভাষণ  দিতে  দেখা   যায় ।  তিনি  বলেন  ” ভোটাররা  শুধু  প্রথম   বোতামটি  টিপবেন। দ্বিতীয়  বা  তৃতীয়  বোতাম  টিপলেই  কিন্তু  কারেন্ট  লাগবে ”।  এই  রাজ্যের   রাজনন্দগাঁও,কাঁকেরও মহাসমুন্দ আসনে  ভোট  আজ  বৃহস্পতিবার ।