কাল ভাগ্য পরীক্ষা হবে চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের ও

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  আগামী কাল সারা দেশ জুড়ে  লোকসভার পাশাপাশি  চার রাজ্য ওড়িশা ,অন্ধ্র ,অরুণাচল এবং সিকিম  বিধানসভার  যে  নির্বাচন  হয়েসে তার  ফলাফল প্রকাশ পাবে । অন্ধ্রের ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু না ওয়াই এস আর  কে ক্ষমতায় আসে  সেটাই দেখার পাশাপাশি ওড়িশায়  বিজেডি  না  বিজেপি  কে আসবে  ক্ষমতায় ,অন্যদিকে  সিকিমের ৩২ টি বিধানসভা ও একটি লোকসভার ফলাফলের দিকে তাকিয়ে আছে পাহাড়ি লোকজন ,অরুনাচল প্রদেশে ৬০ সদস্যের বিধানসভায় কে ক্ষমতায় আসে সেটাও দেখার ।