জাপানের প্রধানমন্ত্রীর কিশিদার প্রচার অনুষ্ঠানে হামলা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ,তিনি টুইট করে জানান জাপানের ওয়াকাইয়া মাতের একটি অনুষ্ঠানে একটি হিংসাত্বক ঘটনার কথা জানতে পেরেছি ,সেইখানে আমার বন্ধু কিশিদা উপস্থিত ছিলেন ।শুনি স্বস্ত্যি পেয়েছি যে তিনি নিরাপদে আছেন তার সুস্বাস্থ্য প্রার্থনা করি ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...