কৃষকদের আন্দোলনে অনশন ও অবরোধ

সোমবার কৃষক আন্দোলনে নেতারা সকাল ৮ টা  থেকে বিকাল ৫ টা  অবধি অনশন করলেন। তাঁদের সমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী ও অনশন করেন। দিল্লির সঙ্গে যুক্ত আগ্রা ,মীরাট ও জয়পুরের হাইওয়ে কৃষকেরা অবরোধ করেন। অনেক রাজ্যে বিজেপির দপ্তর ও জেলাশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। কেন্দ্র আইন প্রত্যাহার না করলে আন্দোলন আরো জোরদার করা হবে।