কৃষকেরা নতুন তিনটি কৃষি আইন বাতিলের জন্য আন্দোলন করে চলেছেন। শনিবার তারা দিল্লি অবরোধের কর্মসূচি জানিয়েছেন।পাঞ্জাব থেকে আরো কয়েক হাজার কৃষক আন্দোলনে যোগ দিতে আসছেন। নরেন্দ্র মোদী জানিয়েছেন সরকার চাপের মুখে পিছু হটবে না এবং আজ একটি সভায় তিনি আইনের পক্ষে বলে জানিয়েছেন। । এদিন আম্বালায় শম্ভূ টোল প্লাজা কৃষকেরা বন্ধ করে দিয়েছেন।বস্তারা এলাকায় একটি টোল প্লাজায় তারা অবরোধ করেছেন।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...