কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা তে গিক কর্মীদের সাফল্য

On: Wednesday, January 14, 2026 1:05 PM

গতকাল কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সঙ্গে কুইক কমার্স সংস্থা যথা ক্রমে সুইগি ,ব্লিঙ্ক ইট ,জেপটো ,ইন্স্টমার্ট ,বিগ বাস্কেটের যে আলোচনা হয়,তাতে মন্ত্রী ১০ মিনিটে ব্লিনকিটের যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেয়া হয় তা থেকে তাদের সরে আসতে বলেন ।তাতে তারা রাজি হন ।সম্ভবত একই পথে হাঁটবেন জেপটো ,সুইগির মত কুইক কমার্স সংস্থা গুলি ।গিক কর্মীরা সংস্থার চাপিয়ে দেওয়া ১০ মিনিটে ডেলিভারির বিরুদ্ধে প্রতিবাদ করে ২৫ ও ৩১ সে ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েসিলো ,সেই নিরিখে এটি কে ধর্মঘটের সাফল্য বলেই বিবেচিত হচ্ছে ।