কেন্দ্রীয় কয়লা সচিবের পরামর্শ

কোল ইন্ডিয়া এবং এনসি এলের মত রাষ্ট্রায়াত্ব কয়লা সংস্থাগুলিকে ,কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে তাপ বিদ্যুৎ তৈরির পরামর্শ দিলো কেন্দ্র ।কয়লা সচিব অমৃত লাল মিনা বলেন ,এখন থেকে সব প্রকল্প এই নীতি মেনে হবে তার ফলে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে অন্যের উপর নির্ভরতা কমে যাবে কমে যাবে খরচ ।