কেন্দ্রীয় মন্ত্রী সভা সম্মতি দিলো চিফ ডিফেন্স অফ স্টাফ পদ তৈরিতে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল  কেন্দ্রীয় মন্ত্রী সভার নিরাপত্তা বিষয়ক কমিটি তিন শাখার মধ্যে সম্বনয়  বোঝায়  রাখার জন্য চিফ ও ডিফেন্স  স্টাফ  পদটি  তৈরী করার জন্য আনুষ্ঠানিক সম্মতি দিলো । ওই পদের মেয়াদ কত  বছরের হবে তা এখনো স্থির হয়নি । সরকারি সূত্রের খবর , বিদায়ী  সেনা  প্রধান  বিপিন রাওয়াত  হতেন পারেন প্রথম সিডিএস । তিনি সরকারের মূল সামরিক পরামর্শ দাতা  হিসাবে কাজ করবেন ,শর্ত হলো অবসর নেয়ার পরে তিনি কোনো  সরকারি  পদে  যোগ দিতে  পারবেন না এবং ৫ বছরের জন্য কোনো বেসরকারি  কাজে যোগ দিতে পারবেন না ।