খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন যে বুধবার আমার করোনা টেস্ট পসিটিভ এসেছে চিকিৎসকদের পরামর্শ মত ,ওষুধ ও চিকিৎসা নিচ্ছি । সেই সঙ্গে যারা তার সান্নিধ্যে এসেছিলো তাদের সকল কে করোনা পরীক্ষা করতে বলেছেন শিক্ষামন্ত্রী ।শিক্ষামন্ত্রী জানিয়েছেন তিনি গৃহবন্দী থাকলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সব কাজ স্বাবাভিক ভাবেই চলবে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...