কেন্দ্রের নির্দেশে গমের আটা ময়দা ও সুজির রফতানি বন্ধ হচ্ছে

নিউস` ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত সপ্তাহে কেদ্রীয় মন্ত্রী সভা এক সিদ্ধান্ত নেন যে ,রাশিয়া -উক্রেন যুদ্ধের জেরে গত মে মাসে গমের ক্ষেত্রে যে আমদানি ঘাটতি হয়েছিল ,সেই জন্য গম রফতানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল ।দেশে গমের আঁটা -ময়দা ও সুজির মত পণ্যের উল্লেখ
যোগ্য ভাবে দাম বৃদ্ধির ফলে এই গুলির ক্ষেত্রে অনুমতি সাপেক্ষে রফতানি করা যাবে ।