পশ্চিমবঙ্গের হস্তশিল্পের বহু পণ্যের উপর থেকে জিএসটি কমে গেছে ।কেন্দ্রীয় সরকার মনে করে পাঠ ,তাঁত ,চামড়া ,পোশাকের মত ক্ষেত্রে শিল্পগুলি উপকৃত হবে ।কেন্দ্রের বক্তব্য এতে সেগুলির দাম ৬-১১ % কমে যাবে । সেই জন্য সুবিধা পাবেন সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বাংলার ১০ লক্ষ্য কর্মী ।