ক্ষতির ধাক্কা ৬৫০০কোটি টাকা

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লক ডাউন শুরু হয় ২৪ শে মার্চ।তারপর ধীরে ধীরে আনলক  প্রক্রিয়া শুরু হলেও উত্তরবঙ্গে ব্যবসার অবস্থা শোচনীয়। ওষুধ ছাড়া সমস্ত ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। উত্তরবঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মতে মোট ক্ষতির পরিমান ৬৫০০ কোটি টাকা।  সবচেয়ে খারাপ অবস্থা ছোট ব্যবসায়ীদের। বহু ছোট ব্যবসায়ী পুঁজি ভেঙে লক ডাউনের সময় সংসার খরচ মিটিয়েছেন। ক্রেতাদেরও  কেনার ক্ষমতা  হ্ৰাস  পেয়েছে। হাল কিভাবে ফিরবে কেউ বুঝতে পারছেন না।