খনন বন্ধ নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কাজিরাঙ্গা   অভয়  অরন্যর  আশে পাশে   সব  ধরনের  খনন  কার্য  বন্ধ  রাখার  নির্দেশ  দিল  শীর্ষ  আদালত ।  কাজিরাঙা    ব্যাঘ্র  প্রকল্পের  অদূরে  ,  আংলয়ের   সংরক্ষিত  অরণ্য  গুলির  আশে পাশেই  পাথরের খাদান  চালানো  হয় । গ্রীন  ট্রাইবুনালের  নির্দেশ  এর  পরেও  তা  থেমে   থাকেনি ।  এক  পরিবেশ  কর্মীর  করা  এক  আবেদনের  প্ররিপ্রেক্ষিতেই  এই  নির্দেশ  দেয়   শীর্ষ  আদালত ।