গতকাল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন ,রেল প্রায় ১০ লক্ষ্য ৯১ হাজার নন গেজেটেড কর্মচারীকে ৭৮ দিনের বেতনের সমান বোনাস দেবে । সরকারের এতে খরচ হবে ১৮৬৬ কোটি টাকা ।সর্বোচ্চ বোনাসের পরিমান ১৭,৯৫১ টাকা । তিনি আরো বলেন যে রেল এই বছর প্রায় ১৬১৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে এবং ৭৩০ কোটি যাত্রী পরিবহন করেছে । কর্মচারীরা দ্বিতীয় দফার ডি এ ঘোষণা না হওয়া তে অসন্তুষ্ট ।