খেলোয়াড়দের ৫% চাকরি সংরক্ষণ ঘোষণা করলো মধ্যে প্রদেশ সরকার

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল  মধ্যপ্রদেশে  কংগ্রেস শাষিত রাজ্য সরকার ,সরকারি চাকরিতে  খেলোয়াড়ের  জন্য ৫% আসন সংরক্ষণের কথা  ঘোষণা  করলো । গতকাল  গোয়ালিয়রে  গিয়ে  রাজ্য ক্রীড়া  ও যুবকল্যাণ  মন্ত্রী  জিতু  পাটোয়ারে  এই ঘোষণা  করেন । তিনি বলেন আন্তর্জাতিক  ও  জাতীয় স্তরের  পুরস্কার  জিতেও খেলোয়াড়দের  বহু সময় চাকরি জোটেনা । মুখ্যমন্ত্রী  কমলনাথ  এই কথা  ভেবেই  চাকরিতে খেলোয়াড়দের সংরক্ষণের ব্যবস্থা  নিয়েছেন ।