গঙ্গায় প্রচার অভিযান চালালেন প্রিয়াঙ্কা

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ  সম্পাদিকা  প্রিয়াঙ্কা  গান্ধী আসন্ন  লোকসভা  ভোটে ,তিনদিন  ধরে  গঙ্গায়  নৌকা ও স্টিমারের   মাধ্যমে লোকসভার  প্রচার শুরু করলেন । সঙ্গম  থেকে প্রচার শুরু করেন তিনি । প্রচার শুরুর আগে  প্রয়াগের মানাইয়া  ঘাটে  গঙ্গা পুজো করলেন তিনি । এই সফরে তিনি নৌকা  অথবা স্টিমার থেকে নেমে সাধারণ মানুষের কাছে যাবেন । শুনবেন তাদের সুখ  দুঃখের  কথা । এই  প্রচারে  তিনি মন্দির এবং দরগা  তেও  যাবেন ।