গতকাল অপারেশন গঙ্গার প্রথম বিমানটি পৌছালো মুম্বাই তে

গতকাল রাত ৭টা ৫০ মিনিটে ২১৯ জন যাত্রীকে নিয়ে ইউক্রেন থেকে ফিরলো এয়ার ইন্ডিয়ার বিমান ।এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গঙ্গা ।স্থল পথে যেই সব ভারতীয় রোমানিয়া তে পৌঁছে ছিলেন তাদের ফিরিয়ে আনে বিমান ।বিদেশ মন্ত্রী তার টুইট এই আগমন বার্তা জানান ।বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়াল ।